গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার(২৯ অক্টোবর)দুপুরে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মীর মোঃ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপান সংবাদের ভিত্তিতে তাকে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা কর্মিদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।এই মামলায় গ্রেফতারকৃত সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে আসামী করা হয়।
