গোপালগঞ্জে জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জ্ব যাত্রীদের হজ্জ্ব বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।

আজ শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবির বক্তব্য রাখেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
প্রশিক্ষন কর্মশালায় দেড় শতাধিক হজ্জ্ব গমনেচ্ছু অংশ নেন।
