গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূ ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তানুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী। আজ বরিবার উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘ দিন ধরে বাড়ীতে না আসার কারনে প্রায়ই মোবাইল ফোনে তাদের কথা কাটাকাটি হতো।
এরই সূত্র ধরে ঘটনার দিন সকালে ঝর্ণা বেগম তার রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। রুম থেকে ধোয়া বেরুতে দেখে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঝর্ণা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ বলেন, গৃহবধূ ঝর্ণা বেগমের আত্মহত্যায় তার বাড়ী ও স্বামীর বাড়ীর কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত করা হবে না। এই আত্মহত্যার ঘটনায় কোন অভিযোগ পাইনি।যদি অভিযোগ পাই তা’হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।