গোপালগঞ্জে অজোপাড়া গায়ে অনুষ্ঠিত হয়ে গেলো কাশবন সাহিত্য পত্রিকা লেখক সম্মেলন। আজ শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানে সারা দেশের শতাধিক খ্যাতনামা কবি সাহিত্যিকরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাবরিনা বিনতে আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফারুক মাহমুদ।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতি্ত্বে অন্যান্যের মধ্যে কবি আসাদ কাজল, কবি ফরিদুজ্জামান, জে. কে পলিমার ইন্ড্রাস্ট্রিজের এম.ডি মো. কামরুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য রাখেন। গোপালগঞ্জ সদর উপজেলার ডেমাকইড় গ্রামে জে. কে পলিমার ইন্ড্রাষ্টিজে এ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, এখানকার পরিবেশ কবিদের জন্য অত্যন্ত উপযোগী।এখানে বসে কবিতা লেখায় মনোনিবেশ করা যায়।এমন পরিবেশে কবিতা লিখতে পারলে পাঠকদের ভাল কিছু দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
