নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। পরে দুর্নীতি প্রতিরোধে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের উপর দাঁড়িয়ে সুশাসন চত্বরের সামনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মোঃ আরিফ-উজ-জামান।এসময় জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চীরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
