গোপালগঞ্জে বুধবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেঃসিঃ রেকর্ড করা হয়েছে। প্রচন্ড কুয়াশা আর হাঁড়-কাপানো শীতে জুবু থুবু মানুষ। হাসপাতাল গুলোতে শীত জনিত রুগির সংখ্যা বাড়তে শুরু করেছে।তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন জেলায় শীতের মাত্রা একই রকম থাকবে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে।
গোপালগঞ্জে সারা দিন প্রচন্ড ঠান্ডার মধ্যে ঝির ঝিরে বাতাস আর সেই সাথে বৃস্টির মতো ছোট ছোট কনা শীতকে আরো বাড়িয়ে দিয়েছে।গত দুই/তিন দিন সূর্যের মুখ দেখা যায়নি।দৃস্টি সীমা ২শ” মিটারের বেশী নেই।এদিন বাতাসের আদ্রতা ৯৭ ভাগ।রাস্তায় লোক জনের উপস্থিতি একেবারে কম।কর্মজীবীরা রাস্তায় তেমন একটা বের হননি।

রাস্তাঘাটে রিক্সা-ভ্যান খুব কম।যাত্রী না পাওয়ায় বসে আছে যাত্রীর অপেক্ষায়।রাস্তায় চলাচলকারী যানবাহন গুলিকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।হাসপাতাল গুলোতে শীত জনিত রুগির সংখ্যা বাড়তে শুরু করেছে।শিশু ও বয়স্ক লোকজনের অবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়েছে।
এখন বোরো মৌসুম্, সর্বত্র বোরো চাষ শুরু হয়েছে। কৃষকরা ক্ষেতে খামারে কাজে নামতে পারছেন না।এ অবস্থা আরো কয়েক দিন চললে বোরো মৌসুমে ধান লাগানো পিছিয়ে পড়বে এবং ধানের চারা ক্ষতির মুখে পড়বে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও জেলায় শীতের মাত্রা একই রকম থাকবে এমনটি জানিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
এবছর শীত মৌসুমে সারা দেশের মধ্যে বুধবারই গোপালগঞ্জে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
