- Advertisement -
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় ৪২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার(১৯ জানুয়ারী)রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার জয়নগর-ব্যাসপুর সড়ক এলাকায় মাঝিগাতি বাসস্ট্যান্ড থেকে ৪২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ নুরুল আলম(৪১) ও আবু তাহের(৪৪)কে আটক করে র্যাব সদস্যরা।এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এব্যাপারে মাদকদ্রব্য আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
