স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা। সদর উপজেলার গোবরা ইউনিয়নের মুক্তিযোদ্ধারা এ সংবাদ সম্মেলন করেন।
আজ বৃহস্পতিবার গোবরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত ১৯ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ইতোমধ্যে ১১জন মৃত্যুবরণ করেছেন। এরুপ পরিস্থিতিতে নতুন দেয়া শর্তানুযায়ী মুক্তিযোদ্ধাদের সঠিকতা যাচাই-বাছাই অত্যান্ত কঠিন ও শ্রমসাধ্য। এতে মুক্তিযোদ্ধারা বিব্রত ও লজ্জিত হচ্ছে। তারা এ যাচাই বাছাই এর হাত থেকে রেহাই চেয়েছেন। মুক্তিযোদ্ধাদের আগে দেয়া সার্টিফিকেট গুলো প্রয়োজনে পুনরায় যাচাই বাছাই করার আবেদন জানান।