শুক্রবার, মে ১০, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়মুকসুদপুরে সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে কৃষকের ভাগ্যবদল

মুকসুদপুরে সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে কৃষকের ভাগ্যবদল

মোহনা রিপোর্ট।।

উন্নত জাতের সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে ভাগ্য বদলেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের এক কৃষক। তার পরিবারে ফিরেছে সুদিন। পাশাপাশি এই লেবু বাগানে কাজ করে খেয়ে পরে ভালো আছেন আরো বেশ কয়েকটি পরিবার।জেলার অন্য কৃষকেরা এ ধরনের লেবু বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের।

মুকসুদপুর উপজেলার কৃষক সামিউল হক আড়ই একর কৃষি জমি লিজ নিয়ে এবছরের প্রথম দিকে শুরু করেন উন্নত জাতের বিচি বিহীন লেবুর চাষ। লেবুর চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগানে আশাতিত ফল ধরেছে। লেবু গাছে থোকায় থোকায় লেবুতে ভরে গেছে। সামিউলের এ সাফল্যে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক লেবু চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

সৌদি প্রবাসী নুরুল হোসেন এসেছেন এই লেবু বাগান দেখতে। তিনি তার জমিতে লেবু বাগান করতে চান। তিনি বলেন করোনা আসার আগে তিনি দেশে এসে আটকে গেছেন। এখন আর তিনি সে দেশে থাকতে চাননা। তিনি দেশে বসেই কিছু একটা করতে চান। তাই তিনি এই লেবু বাগান দেখতে এবং বাগান মালিকের সাথে কথা বলতে এসেছেন। তিনি জানান, এই বাগানের লেবু গাছে যেভাবে লেবু ধরেছে তাতে মন ভরে যায়। আগামীতে আমিও এই জাতের লেবু বাগান করবো বলে আশা করছি।

বাগানের মালিক মোঃ সামিউল হক জানান, অনেকে আমার কাছে পরামর্শ নিতে আসে। আমি তাদের সিডলেস বা বিচিবিহীন এই জাতের লেবু বাগান করতে বলি। এতে অনেক বেশী ফলন। আমি লেবুর চারা বানিয়েছি। কেউ চারা ও পরামর্শ নিতে আসলে আমি তাদেরকে পরামর্শ দেই।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, কৃষকেরা যদি এই লেবু চাষে উদ্বুদ্ধ হন তাহলে আমাদের ভিটামিন সি-এর ঘাটতি পূরন হবে। আমি সবাইকে এরকম বাগান করার পরামর্শ দিচ্ছি। এই সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে কৃষকেরা লাভবান হতে পারবেন।এটি সারা জেলায় চাষাবাদ ছড়িয়ে গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

গোপালগঞ্জের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

প্রথম ধাপে বুধবার গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে...

সারাদেশ

কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন

আগামীকাল শুক্রবার(১০ মে)প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন। সকাল ৭টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments