স্টাফ রিপোর্টার।।
মুকসুদপুরে ৩ দিন ব্যাপি সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী ) মুকসুদপুর উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রনায়লধীন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
সমাজ সেবা অফিস জানিয়েছে, ৩টি ধাপে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রথম ধাপে ৮০ জন প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে দেয়া হবে তাদের জীবনমান উন্নয়নের জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জীবনমান পরিবর্তন করে দিতে পারে। আপনারা যদি প্রশিক্ষণ নিয়ে সঠিক ভাবে কাজ করে যান তাহলে আপনাদের সাফল্য আসবে। কামার, কুমার এবং বাঁশ বেত নিয়ে কাজ করা ক্ষুদ্র শিল্পের ব্যাপক চাহিদা। শুধু আপনারা মানুষের পছন্দ অনুযায়ী প্রশাধনী সামগ্রী উৎপাদন করবেন। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসা জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-উর-রশীদ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন।