স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ৭ম দিনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আগামীকাল সকাল ১০টা তেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা৷ আজ বুধবার (২ মার্চ) ৫টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র বাংলা বিভাগের মাস্টার্স এর ছাত্র আব্দুল্লাহ আল রাজু এ ঘোষনা দেন।তবে “আজ রাত পর্যন্ত তাদের যেসব আন্দোলন কর্মসূচি রয়েছে তা চলমান থাকবে এবং আগামীকাল সকাল ১০ টা থেকে আল্টিমেটামের সময়সীমা শুরু হবে।”
সংবাদ সম্মেলনে আরও জানান, “ আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করারও ঘোষনা দেয়া হয়।”
এর আগে, সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের উপর অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
এরপর দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে ধর্ষণের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
বিকাল ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নিকট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা৷
এছাড়াও বিকাল ৬টায় ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী নাটক এবং সন্ধ্যা ৭ টায় সন্ত্রাস বিরোধী মশাল মিছিল কার্যক্রম অনুষ্ঠিত হয়৷
প্রসঙ্গত, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হন।