বুধবার, মে ১৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...গোপালগঞ্জের চেয়ারম্যান প্রার্থী নাইচ গাজী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

গোপালগঞ্জের চেয়ারম্যান প্রার্থী নাইচ গাজী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ইউ.পি নির্বাচনী জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের হামলায় চেয়ারম্যান প্রার্থী নাইচ গাজী (৩৭) এখন সংকটাপূর্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।

 

এয়ার এ্যাম্বুলেন্সে করে গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৮ ঘন্টা ধরে চলে তার অপারেশন। আইসিইউর বেড নম্বর-৭ এ চিকিৎসাধীন নাইচ গাজীর অবস্থা এখোনো সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন বলে জানান তার ভাই মাহফুজ গাজী। তিনি ঢাকায় ভাইয়ের সাথে রয়েছেন।

 

তিনি আরো বলেন, ভাইয়ের অপারেশনের সময় ১৮ব্যাগ রক্ত লেগেছে। তার ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা এ ঘটনার সাখে জড়িত তাদের সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

 

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে  ইউ.পি নির্বাচনী জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের হামলায় চেয়ারম্যান প্রার্থী নাইচ গাজীসহ তিন জন আহত হয়। এদের সবাইকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় এয়ার এ্যাম্বুলেন্সে করে নাইচ গাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে নাইচ গাজীর পিতা গাজী দাউদ উর রহমান বাদী হয়ে সাবেক চেয়ারম্যান ইকবাল গাজীসহ ২১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।এ ঘটনায় গ্রেফতারকৃত ইকবাল গাজীসহ ৫ জনকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

নাইচ গাজীর পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, চেয়ারম্যান প্রার্থী নাইচ গাজীর বাড়ীতে ডুমদিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা করে নাইচ গাজী ও তার পরিবার। দুপুরে সাবেক চেয়ারম্যান ইকবাল গাজী ও তার ভাইয়েরা মিলে এতিমদের জন্য তৈরী খাবার নষ্ট করে বাড়ী ও গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় নাইচ গাজী ও পরিবারের সদস্যরা বাঁধা দিলে নাইচ গাজী(৩৭), তার মা নুরজাহান বেগম (৬০) ও ছোট ভাই মাসুম গাজীকে (৩০) কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments