স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে তৈল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে শহরের বড় বাজার, মাঝিগাতী ও কাঠি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আজ শনিবার দিনভর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মামুন খান এসব বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় সয়াবিন তৈল ৫লিটার বোতলের গায়ে মূল্য লেখা ৭৯৫/- টাকা থাকার পরও ব্যবসায়ী ক্রেতার কাছ থেকে দাম নিয়েছেন ৮৫০/- টাকা। এই অপরাধের জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১) ড ধারা মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় ও তৈল বোতলের গায়ের মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রয় করা হয়।
অন্যদিকে, বাণিজ্য মণ্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদরের মোহাম্মদ পাড়া, মান্দারতলা, পাঁচুড়িয়া ও হাসপাতাল সংলগ্ন বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, বিভিন্ন খুচরা দোকানে তদারকি করে দেখা যায়, সব দোকানের তাক-এ দুয়েক বোতল সাজিয়ে ভোক্তাকে কৃত্রিম সংকটের বিভ্রান্তিতে ফেলা হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় সয়াবিন মজুদ করে লুকিয়ে রেখে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে ক্রেতাদের কাছে অধিক দামে বিক্রি করা হচ্ছে।
এ সময় দুটি প্রতিষ্ঠানকে মূল্য মুছে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৭ হাজার জরিমানা করা হয়। এ সব দোকানে মজুদকৃত সয়াবিন তেল দোকানের দৃশ্যমান স্থানে সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়।