স্টাফ রিপোর্টার।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিক উপলক্ষে সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ফিরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন।এ উপলক্ষে টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন প্রতি বছর টুঙ্গিপাড়ায় ও ঢাকায় পালন করা হলেও প্রথমবারের মতো ভিন্ন উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এবারের জাতির পিতার জন্মদিনের সব কর্মসূচি তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করার ঘোষণা হয়েছে।‘হৃদয়ে পিতৃভূমি’ শিরোনামে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে এবার টুঙ্গিপাড়ায়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং শিশু সমাবেশ ও লোকজ মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে নাচ ও গান পরিবেশনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে শিশু-কিশোরেরা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে নির্মান করা হয়েছে তোরণ। নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উদ্দীপনা।
টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস জানান, ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হবে। তাছাড়া প্রধানমন্ত্রীকে গত দুই বছর সামনা সামনি টুঙ্গিপাড়াবাসী দেখতে পারেননি। তাঁকে দেখতে সকলে উন্মুখ হয়ে আছেন।
টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, পৌরসভার পক্ষ থেকে যেসব কাজ করা দরকার তা করা হয়েছে। বিশেষ করে পৌর এলাকায় শোভাবর্ধনসহ আরো আনুসংগিক কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ও বিভিন্ন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হবার কথা জানিয়েছেন। সেই সাথে দিনটি পালন উপলক্ষে আরো যেসব কর্মসূচী হাতে নেয়া হয়েছে সে ব্যাপারে জানান তিনি।
করোনার কারনে গত দুই বছর নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ঘরের মেয়েকে এক নজর দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন গোপালবাসী।
১৮ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় আরেকটি আলোচনা সভা হবে। তবে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন না। দলের কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেবেন এবং বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকাণ্ড এবং স্বাধীনতার বিভিন্ন বিষয় সেখানে তুলে ধরা হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ যুবলীগ, ২৩ মার্চ যুব মহিলা আওয়ামী লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ এবং ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ১৯ থেকে ২৫ মার্চ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। লোকজ মেলা হবে ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত।