25.8 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

অগ্নিকে জেতাতে ভিডিয়ো বার্তায় ভোট চাইলেন পদ্মের ‘মিঠুনদা’

Padma's 'Mithunda' seeks vote in video message to win Agni

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

ভিডিয়োর শুরুতেই মিঠুন জানিয়েছেন, সদ্য ছানি অপারেশন হওয়ার পাশাপাশি তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে।

আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও আসতে পারছেন না তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিয়ো বার্তায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভোট চাইলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’

১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে বিজেপি জিতলেও দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে। গায়ক অভিনেতা বাবুল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী।

আর বাবুলের সাংসদ পদ ছেড়ে দেওয়াতেই আসানসোলে উপনির্বাচন। আর সেই ভোটে অতীতে জেতা আসনেও অনেকটাই চাপে বিজেপি। প্রার্থী অগ্নিমিত্রা জোর প্রচার চালালেও এখনও বিজেপি রাজ্য নেতৃত্ব সে ভাবে আসানসোলের রাস্তায় নামেনি।

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ওই আসনের প্রচারে ভিন্‌রাজ্য থেকে আসতে পারেন মনোজ তিওয়ারি। আসার কথা ছিল মিঠুনেরও। তবে শনিবার যে ভিডিয়ো বার্তা ‘মহাগুরু’ দিয়েছেন তাতেই স্পষ্ট যে তাঁর সশরীরে আসানসোলে আসা অনিশ্চিত।

গেরুয়া জামার সঙ্গে গলায় সাদা-কালো চাদর পরা মিঠুনের মাথায় রয়েছে কালো টুপি। চোখে কালো চশমা। ভিডিয়োর শুরুতেই তিনি জানিয়েছেন, ফ্যাশন নয়, সদ্য ছানি অপারেশন হওয়ায় তাঁকে চশমা পরে থাকতে হচ্ছে।

সেই সঙ্গে জানিয়েছেন, সম্প্রতি তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে। তারও অস্ত্রোপচার করতে হবে। এই পরিস্থিতির কারণেই তিনি ভিডিয়োর মাধ্যমে অগ্নিমিত্রার হয়ে ভোট চাইছেন।

আর সেখানেই বার বার অগ্নিমিত্রার হয়ে মানুষের জন্য কাজ করার ‘গ্যারান্টি’ দিয়েছেন মিঠুন। জানিয়েছেন, তাঁর সঙ্গে দাদা-বোনের সম্পর্ক অগ্নিমিত্রার। কোনও স্বার্থ ছাড়াই বছরের পর বছর, প্রতি দিন তাঁর খোঁজ নেন অগ্নিমিত্রা।

জানিয়েছেন, তাঁর সমস্ত পোশাকের ডিজাইনও করে দেন। এ সবের সঙ্গেই তিনি বলেছেন, ‘‘অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ওঁর কোনও অর্থের প্রয়োজন নেই। ও মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি ও সুখে, দুঃখে সব সময় পাশে থাকবে।’’

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »