25.8 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

ওটিই তাদের টিপ’- তসলিমা নাসরিন

That is their tip '- Taslima Nasrin

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

‘কল্পনার বেহেস্তের লোভে পুরুষ মাথা ঠুকে কপালে কালো দাগ বানিয়ে ফেলেছে, ওটিই তাদের টিপ’ । শনিবার পড়শি দেশের রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে এক পুলিশ অফিসার প্রশ্ন করেন, “টিপ পরছোস কেন?”

অভিযোগ, লতা প্রতিবাদ জানালে তাঁকে কটূক্তি করতে থাকেন ওই অফিসার। গায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়ারও নাকি চেষ্টা করেন। এতে ওই শিক্ষিকা পায়ে চোট পান।

টিপ-কাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর বাংলাদেশ। সাধারণ থেকে অ-সাধারণ, প্রায় সবাই এই প্রতিবাদে সামিল।

তালিকায় আছেন তসলিমা নাসরিনও। এক দিকে, সে দেশের প্রশাসন হন্যে হয়ে খুঁজছে শিক্ষিকার কপালে টিপ থাকার কারণে তাঁর হেনস্থাকারীকে। অন্য দিকে, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে নেট মাধ্যমে। নারী-পুরুষ নির্বিশেষে কপালে টিপ এঁকে অপমানিত লতা সমাদ্দারকে সমর্থন জানাচ্ছেন।

তসলিমার কলমও জ্বলে উঠেছে তাঁর মতো করেই। তিনি লিখেছেন, ‘মুসলমান পুরুষেরা তো কল্পনার ঈশ্বরের উদ্দেশে কল্পনার বেহেস্তের লোভে মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।’

সামান্য কারণে প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তির প্রতিষ্ঠিত নারীর প্রতি এই আচরণে বীতশ্রদ্ধ তসলিমা। সেই ভাব তাঁর লেখনিতে স্পষ্ট। ব্যঙ্গ করে তাই জানিয়েছেন, ‘টিপ টিপ টিপ। মেয়েরা কত রকম ভাবে সাজতে পারে।

বেচারা ছেলেদের সাজের বেশি কিছু নেই। নানা রকম অলঙ্কার, শাড়ি, মিনি স্কার্ট, হাই হিল, এমনকি টিপটাও পরতে পারে না!’ সেই সঙ্গে লেখিকা ভাগ করে নিয়েছেন তাঁর কয়েকটি ছবি। যেখানে নানা রকমের শাড়িতে সেজেছেন তিনি। কপালে জ্বলজ্বল করছে নানা আকারের নানা প্রকারের টিপ!

খবর, শনিবার পড়শি দেশের রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে এক পুলিশ অফিসার প্রশ্ন করেন, “টিপ পরছোস কেন?” অভিযোগ, লতা প্রতিবাদ জানালে তাঁকে কটূক্তি করতে থাকেন ওই অফিসার। গায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়ারও নাকি চেষ্টা করেন।

এতে ওই শিক্ষিকা পায়ে চোট পান। এর পরেই তিনি শের-এ-বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বাংলাদেশের রাজধানীর তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবাইয়াত জামান জানান, বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব নিয়েই দেখা হচ্ছে। এমন ঘটনা অনভিপ্রেত। অভিযুক্তের খোঁজ চলছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেতে পারেনি প্রশাসন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »