29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

বিয়ে ‘বিক্রি’ করবেন রণবীর-আলিয়া?

Will Ranbir-Alia 'sell' marriage?

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের পথেই কি হাঁটছেন রণবীর কপুর এবং আলিয়া ভাট? বলিপাড়া সূত্রে খবর, তাদের বিয়েতে একই রকম কড়াকড়ি থাকবে। সহকারীদের একটি বিশেষ চুক্তিপত্রে সই করানো হবে। যেই চুক্তির দাবি, বিয়ে সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা যাবে না।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়েকে ‘মিশন ইম্পসিবল’-এর তকমা দিয়েছিলেন ভারতবাসী। নিজেদের বিয়ে নিয়ে কড়া নিয়মকানুন তৈরি করেছিলেন তারা। অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্য যাতে বাইরে না যায়, তার জন্য সহকারীদের চুক্তিপত্রে সই করানো থেকে শুরু করে ছবি-ভিডিও তোলায় নিষেধাজ্ঞা নিরাপত্তার রক্ষার জন্য নিয়মাবলি তৈরি হয়েছিল।

এ বারও প্রতি দিন কিছু না কিছু খবর প্রকাশ পাচ্ছে বলিপাড়া থেকে। এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, আগামী ১৭ এপ্রিল বিয়ে করবেন দুই তারকা। কপুর পরিববারের পৈতৃক বাড়ি আরকে হাউসে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হবে ১৩ অথবা ১৪ এপ্রিল থেকে।

সম্প্রতি জানা গেছে, রূপটান শিল্পী, পোশাক শিল্পসহ বাকি সহকারীদের চুক্তিপত্রে সই করানো হবে। প্রশ্ন, এত কড়াকড়ির কারণ কি বিয়ে বিক্রি?

সূত্র: আনন্দবাজার অনলাইন

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »