গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে সভাপতি হিসেবে মোঃ রবিউল আলম শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাহিদুর রহমান টুটুলের নাম ঘোষণা করা হয়।
আজ বুধবার মুকসুদপুর উপজেলা চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক। গোপালগঞ্জ-০১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি ও এস.এম কামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, শাহাবদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সংরক্ষিত নারী সাংসদ নার্গিস রহমানসহ আরো অনেকে।
উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কাউন্সিলগণের সম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম শিকদারকে সভাপতি এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান টুটলের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী খান।