গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জম্মদিন পালন করেছে কবি সাহিত্যিকদের সংগঠন কাশবন পত্রিকা।
শনিবার সন্ধ্যায় পৌরপার্কের রক্ত করবী মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের কবিতা আবৃত্তি, দেশত্ববোধক গান ও কেক কাটা হয়।
কাশবন কবিতা পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি কবি নাজমুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রধান কবি শাহ্ আলম, কবি শফিকুর রহমান চৌধুরী টুটুল, কবি মঈন ইসলাম, কবি মাহমুদ আলী খন্দকার, কবি মশিউর রহমান সেন্টু, কবি সাকিব হোসেন হৃদয় প্রমূখ অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন কবি জোবায়দা আক্তার জবা ও কবি দুলাল শরীফ।
আলোচনা সভা শেষে অণির্বান স্কুল, যুগশিখা স্কুল ও বীণাপাণী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা দেশত্ববোধক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করে।
এরআগে, শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পরে স্থানীয় কবি সাহিত্যিকদের অংশ গ্রহনে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় নিবেদত কবিতা পাঠের আসর।
