স্টাফ রিপোর্টার।।
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেঃ
সকাল ৮টা ১০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ “বজ্রকণ্ঠ।”
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ আলোচনা অনুষ্ঠান- “বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু।
সকাল ৮.৫০ মিনিটে স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে মাসব্যাপী গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান “অগ্নিঝরা স্বাধিনতা”
সকাল ১০টা ৩০মিনিটে -”জন্ম তোমার প্রজন্মের প্রেরণাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে গোষ্ঠিভিত্তিক বিশেষ অনুষ্ঠান।
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও আন্তঃবাহিনীর অনার গার্ড প্রদান অনুষ্ঠান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও গণভবন, ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে সরাসরি সম্প্রচার করা হবে।
দিনব্যাপী এ বিশেষ আয়োজন শোনা যাবে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ এফ এম ৯২.০ মেগাহার্জে ।