গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ডাঃ কে.এম বাবর বলেছেন, এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু ঘরের ছেলে হিসাবে আমাকে একটি বার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আপনাদের ভোট দিয়ে বিজয়ী করুন।

তিনি আরো বলেন, তারা (জামায়াতে ইসলামী) মুক্তিযদ্ধের দল নয়, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের দল। যে কারনে এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নির্বাচিত হলে আমি সাধারন মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের কাজ করে যাবো।
তিনি আজ বুধবার(২৬ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে একথা বলেন।

কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ওসিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অ্যাড.কাজী আবুল খায়ের, আজিজুর রহমান বেনো, অ্যাড. এম. তৌফিকুল ইসলাম, সিকদার শহিদুল ইসলাম লেলিন বক্তব্য রাখেন।
