স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র অন্তর মোল্যা। করোনার কারনে বন্ধ থাকায় স্কুলে যাওয়া হচ্ছে না তার। এতে একদিকে যেমন পড়ালেখায় অনাগ্রহ সৃস্টি হয়েছে, অন্যদিকে অলস সময় কাটাছে তার।
তবে জেলা প্রশাসনের উদ্যোগে উলপুর ইউনিয়নে গণ-গ্রন্থাগার স্থাপন করার খবর শুনে অনুষ্ঠান স্থলে আসে অন্তর। এসময় অন্তর বলেন, স্কুল বন্ধ থাকায় পড়া লেখায় মনোযোগ দিতে পারছি না। এতে পড়ালেখায় ক্ষতি হচ্ছে। তবে এবার অলস সময় না কাটিয়ে গণ-গ্রন্থাগারে এসে বিভিন্ন ধরনের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবো। এতে একদিকে যেমন পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে, তেমনি সময়ও আর নষ্ট হবে না।
গণ-গ্রন্থাগার স্থাপন করায় শুধু স্কুল শিক্ষার্থীরাই নয় বড়রাও গণ-গ্রন্থাগারের এসে পছন্দের বই পড়ার পাশাপশি সময় কাটাতে পারবে।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের এডিপি ও এলজিএসপি-৩ এর ফান্ড থেকে নির্মিত গোপালগঞ্জের ১৫টি ইউনিয়নে গণ-গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। সদর উপজেলার উলপুর ছাড়াও জালালাবাদ, বৌলতলী, চন্দ্রদিঘলীয়া, পাইককান্দি, উরফি, লতিফপুর, সাতপাড়, সাহাপুর, হরিদাসপুর, কাজুলিয়া, কাঠি, মাঝিগতি, রঘুনাথপুর ও গোবরা ইউনিয়নেও গণ-গ্রন্থাগার স্থাপন করা হয়।
এসব গণ-গ্রন্থাগারের বঙ্গবন্ধু কর্ণার, শিশু কিশোর কর্ণার ও মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার নামে তিনটি কর্ণার করা হয়েছে। এসব কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক ও শিশু কিশোরদের জন্য বিভিন্ন কবিতা, গল্প, ইতিহাসসহ বিভিন্ন কবির বই স্থান পেয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে সদর উপজেলার উলপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরের সমানে মাঠে নির্মিত গণ-গ্রন্থাগারে ফিতা কেটে একযোগে ১৫টি গণ-গ্রন্থাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় পপা, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
গণ-গ্রন্থাগারের উদ্বোধনীয় অনুষ্ঠানে আসা ৩৮ নং উলপুর মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী সৌরভ দাস ও উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র সাজেদুল ইসলাম বলে, করোনার কারনে স্কুল কলেজ বন্ধ রয়েছে। তাই বই পড়ার সুযোগ হয় না। এছাড়া অনেকেই অলস সময় পার করে। এসব গণ-গ্রন্থাগার হওয়ায় আমরা এখানে এসে বই পড়ে জ্ঞান আহরণ করতে পারবো।
এম এইচ খান ডিগ্রী কলেজের শিক্ষার্থী জয় উকিল বলেন, করোনার কারনে কলেজ বন্ধ রয়েছে। আমরা যে সময়টা বাইরে ব্যয় করছি সেই সময়টা যদি আমরা গণ-গ্রন্থাগারের এসে বই পড়ি তাহলে আমাদের জ্ঞান বিকশিত হবে। এমন গণ-গ্রন্থাগার করায় আমরা খুশি।
উপলপুর ইউনিয়নের গৃহীনি অনিতা ঠাকুর, একই এলাকার মো: রাসেল ও জাবির আহম্মেদ বলেন, বর্তমানে শিক্ষার্থী ও যুব সমাজ মাদক ও বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়েছে। এটার একমাত্র কারন বই পড়ার যে চর্চা, তৃণমূলে বই পড়ার যে সম্প্রসারন সেটার অভাব। গণ-গ্রন্থাগার স্থাপন করায় তারা মাদক বা গেম খেলা থেকে বিরত হয়ে বই পড়ার সুযোগ পাবে।
৫নং পশ্চিম নিজড়া দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার পোদ্দার ও উলপুর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান শেখ বলেন, এই গণ-গ্রন্থাগার করায় শুধু শিক্ষার্থীরাই নয় বড়দের জন্যও ভাল হয়েছে। কাজ শেষ করে বড়রা এখানে এসে পছন্দের বই পড়ে সময় কাটাতে পারবে।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী পপা বলেন, উলপুর ইউনিয়ন গণ-গ্রন্থাগারের নামে ইতিমধ্যে আমি ২’শ বই উপহার দিয়েছি। আগামীতেও আমার পক্ষ থেকে বই উপহার দেয়া অব্যাহত থাকবে। যাতে শিক্ষার্থীদের পাশাপাশি বড়রাও তাদের পছন্দ মত বই পড়তে পারে।
শিক্ষার্থীদের বইয়ের প্রতি আসক্ত হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আমরা জ্ঞানভিত্তিক সমাজ চাই। এই গণ-গ্রন্থাগার স্থাপন করার প্রথম উদ্দেশ্য হলো প্রজন্ম তৈরী করা। এটি প্রতিকী হিসাবে কাজ করবে, যেমন আমাদের গণ-গ্রন্থাগারের ফিরে যেতে হবে অন্য দিকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া। শিশু ও বড়রা ইচ্ছা করলেই বই পায় না। বই আর পাঠকদের মধ্যে একটি মিলন স্থল করে দেয়া হচ্ছে। যেখানে হাতে কাছে বই থাকবে আর শিশু ও বড়রা তাদের ইচ্ছামত বই পড়তে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ২০৪১ এর যে স্বপ্ন দেখিয়েছেন, পাশাপাশি যে তারুণ্যের শক্তির কথা বলেছেন, এই গ্রন্থাগারকে কেন্দ্র করেই আমরা সেই প্রজন্ম তৈরী করতে পারবো। নতুন প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে পারলে সমাজে মাদকসহ নানা আগ্রাসনও কমিয়ে আনা সম্ভব হবে।
আগামীতে সকল ইউনিয়নে এ ধরনের গণ-গ্রন্থাগার তৈরী করার কথা জানিয়ে জেলা প্রশাসক আরো বলেন, গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে সকলকে বছরে অন্ত:ত ১টি বই উপহার দেয়া উচিত। এ আন্দোলনটি আমরা গোপালগঞ্জ থেকে শুরু করেছি। খুব শিঘ্রী সারা বাংলাদেশেও শুরু হবে বলে তিনি বিশ্বাস করেন।