25.7 C
Gopālganj
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

গোপালগঞ্জ-২আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত প্রার্থীদের শোডাউন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শোডাউন করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থী।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা  ১১টার দিকে গোপালগঞ্জে শহরের গেটপাড়া সড়ক ভবনের সামনে থেকে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ মিছিল নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার নুরুজ্জামানের ব্যানারে শোডাউনের আয়োজন করা হয়। কিন্তু এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল, ২৫–৩০টি মাইক্রোবাস এবং কয়েকটি ট্রাক এ শোডাউনে অংশ নেয়।

immage 1000 02

এর আগে ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। তখন গোপালগঞ্জ-২ আসন থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর আলীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। প্রাথমিক প্রার্থী মনোনয়নের ২৪ দিন পর এসে মনোনয়ন বঞ্চিত ৫ জনের ব্যানারে শোডাউন করেন ৩ প্রার্থী। তারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

শোডাউনে অংশ নিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু বলেন, “আমরা পাঁচজন প্রার্থী একত্রিত হয়ে গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তারেক রহমানের কাছে আবেদন করছি। প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ডা. বাবর জনবিচ্ছিন্ন ও অজনপ্রিয় প্রার্থী। তার পক্ষে ধানের শীষের বিজয় আনা সম্ভব নয়। আমাদের পাঁচ জনের মধ্যে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো।

immage 1000 03

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমাদের রক্ত ও ত্যাগের ভিত্তিতেই গোপালগঞ্জে বিএনপি টিকে আছে। আমরা বছরের পর বছর ঘরছাড়া হয়ে দিন কাটিয়েছি। মনোনয়ন পুনর্বিবেচনা করে পাঁচজনের মধ্যে যাকে দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ কররো।

immage 1000 04

আরেক প্রার্থী তৌহিদুর রহমান তাজ বলেন, গোপালগঞ্জ-২ আসনে আমরা ছয়জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ঘোষিত প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত নয়; বিভিন্ন জেলায় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। যার নাম ঘোষিত হয়েছে তাকে কেন্দ্র করে নেতাকর্মীদের হতাশা তৈরি হয়েছে। ওই প্রার্থী বাদে অন্য যেকোনো প্রার্থীকে মনোনয়ন দিলে গোপালগঞ্জে জাতীয়তাবাদী ভিত্তি আরও শক্তিশালী হবে।

শোডাউন শেষে প্রার্থীরা জানান, দলের প্রতি আস্থা রেখেই তারা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন এবং দলের সিদ্ধান্তের প্রতি তারা সম্মান দেখাবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »