দীর্ঘ ১৯ বছর পর আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত বিএনপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১১ টায় স্থানীয় পৌরপার্কে কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন আওয়ামী লীগ প্রধান ও তার নেতা-কর্মিদের সাথে জনগনের কোন সম্পর্ক গড়ে না ওঠায় শেখ হাসিনা ও তার সরকার ফ্যাসিস্টে পরিনত হয়ে ওঠে উল্লেখ করে বলেন, রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়। তাকে জুলুমবাজ হতে হয়। তখন তাকে খুন, গুমের আশ্রয় নিতে হয়। এটি হলো ফ্যাসিবাদ।
তিনি অভিযোগ করে বলেন, এই সরকারে যারা দায়িত্বে ছিলেন তারা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও তাদের দোসরদের পালাতে সাহায্য করেছেন। এখন মাঝে মাঝে শুনি দেশত্যাগে নিষেধাজ্ঞা। এই সব নাটক বন্ধ করেন। আমরা চাই তাদেরকে ধরতে হবে।তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এখানে কিন্তু নাটক করা চলবে না। অনেক না্টক হয়েছে।
নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যদি অবাধ নিরপেক্ষ ভোট হয় তাহলে বিএনপি সেই নির্বাচনে জিতবে।এই নির্বাচনটা যাতে বাঁধাগ্রস্ত হয়, বিলম্বিত হয় তার জন্য ষড়যন্ত্র চলছে। দুপুর ১২টার দিকে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে হামলা হয়েছে। এটা কি স্বাভাবিক ঘটনা। এখন তো দেশে সরকার আছে।খোদ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে হামলা হয়েছে। পাকিস্তানে আমরা মাঝে মধ্যে শুনি ওখানে সেনাবাহিনী বিমানবাহিনী সহ নানা ঘাটিতে হামলার ঘটনা ঘটে। কিন্তু সে আলামত বাংলাদেশে কেন? এর কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন না হয়। নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, অন্তবর্তী কালীন সরকার দেশে ডেভল হান্ট কর্মসূচী শুরু করেছেন। কিন্তু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে। তিনি এই গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট কর্মসূচী শুরু করার দাবী জানান।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাবেক দলের সভাপতি এস,এম জিলানী, ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিএনপি কেন্দ্রীয নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মিজবা, জেলা বিএনপির সাবেক সভাপতি এফ,ই সরফুজ্জামান জাহাঙ্গীর, এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি মনিরুজ্জামান পিনু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এম. তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপি‘র সদস্য কে.এম বাবর, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে জেলার ৫ উপজেলা থেকে হাজার হাজার লোক সমাবেশে অংশ নেন।

বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জের এ সমাবেশ থেকে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
