স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে আজ রোববার জেলা আইন-শৃংখলা কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, উপজেলা চেয়ারম্যান শেখ লুতফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিশেখ রুহুল আমিন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তরের প্রধানগন, সাংবাদিকগন এবং বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন এ সভায় উপস্থিত ছিলেন।
তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে, বিশেষ করে সামনে রমজান মাসে তেল, চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্য যাতে সাধারন মানুষে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে নিয়মিত বাজার মনিটরিং করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এছাড়া মাদক নিয়ন্ত্রনে আরো বেশী সচেতনতা সৃষ্টিসহ অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রনে আনার উপরও জোর দেয়া হয়।