27.1 C
Gopālganj
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

মানববন্ধন,মোমবাতি প্রজ্জ্বলণ ও মুখে কালো কাপড় বেধেঁ প্রতিবাদ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি)শিক্ষার্থীকে গণধর্ষনের প্রতিবাদে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলণ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ উদীচী জেলা সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আজ সোমবার বিকাল ৫টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।এসময় বিচারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক মাহবুবুর রহমান শিপন, জেলা উদীচীর সদস্য প্রীতিলতা মন্ডল, বশেমুরবিপ্রবি উদীচী শাখার আহবায়ক পিউ মৃধা বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যেভাবে দলবদ্ধ ধর্ষন করা হয়েছে- এটা আমাদের কারো কাম্য নয়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচারের দাবী জানান তারা।পরে মানববন্ধন শেষে বিচারের দাবীতে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। শহীদ মিনার বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করে নির্যাতন বন্ধের আহবান জানায়।

এ কর্মসূচীতে শিশুসহ উদীচী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

এছাড়া, বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মুখে কালো কাপড় ও হাত বেঁধে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ কর্মসুচী পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় মৌন নীরবতা পালন করা হয়।পরে ধর্ষকদের কুশ পুত্তলিকায় আগুন জ্বালিয়ে দাহ করে শিক্ষাথীরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »