শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...গোপালগঞ্জে যুক্তি তর্কের লড়াই

গোপালগঞ্জে যুক্তি তর্কের লড়াই

Argument fight in Gopalganj

বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি এই শ্লোগানে গোপালগঞ্জে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে জেলা চ্যাম্পিয়ন হয়েছে বিণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়।

আজ শনিবার (১২ নভেম্বর) এস,এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত তুমুল বিতর্কের লাড়াইয়ের বিণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, এস,এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, বাসুড়িয়া-সেনেরচর উচ্চ বিদ্যালয়, নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়, দশপল্লী  নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয় অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগি অধ্যাপক মোঃ হাবিবুর রহমান মডারেটরের দায়িত্ব পালন করেন। বিচারক ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগি অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, প্রভাষক লিটন বিশ্বাস, হাসান ইমাম, মনোজ রায় ও আমানত মোল্লা।

বিতর্ক উৎসব শেষে বিকেলে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, এস,এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র হালদার, সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জ্ঞান নির্ভর বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে বিতর্কের কোন বিকল্প নেই। জীবনযুদ্ধে জয়ী হতে ও ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিতর্কের চর্চা করতে হবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments