27.6 C
Gopālganj
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

‘শেষে কিনা উরফি সাজলেন’, অনুরাগীদের কটাক্ষ রশ্মিকাকে

"Urfi got dressed in the end", taunted Rashmika by the fans

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

রশ্মিকা মন্ধানা। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টির’ মতো ছবিতে অভিনয় করে তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন। আল্লু অর্জুনের বিপরীতে জনপ্রিয় ছবি ‘পুষ্পা’-তে তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের।

নিপুণ অভিনয় দক্ষতার পাশাপাশি রশ্মিকা পুষ্পা ছবির ‘সামি সামি’ গানে নাচের তালে যে শরীরী হিল্লোল তুলেছেন, তাতে মুগ্ধ হয়েছে আসমুদ্রহিমাচল। সম্প্রতি ‘মজনু’ ছবিতে সিদ্ধার্থ মলহোত্রের বিপরীতেও দারুণ মানিয়েছে তাঁকে। তবে কেবল অভিনয় কিংবা নাচই নয়, রশ্মিকার পোশাকও নজর কাড়ছে অনুরাগীদের।

তবে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশ্মিকাকে তাঁর পোশাকের জন্য বেশ কটাক্ষ শুনতে হয়েছে। রশ্মিকার পরনে ছিল কালো রঙের অফ শোল্ডার বডিকন শর্ট ড্রেস। পোশাকের সামনের দিকটা বড্ড খাটো হলেও পিছনে ছিল লম্বা ঝুল।

পায়ে ছিল সোনালি হিল, কানে দুল আর টপ বান! এই পোশাকের জন্য একাধিক বার অস্বস্তির মুখে পড়তে হয় অভিনেত্রীকে। পোশাকটি পরে একেবারেই স্বচ্ছন্দবোধ করছিলেন না অভিনেত্রী।

রইল রশ্মিকার সাজের ঝলক…

স্বচ্ছ পোশাক, উন্মুক্ত বক্ষ— রশ্মিকার সাজে যেন উরফি জাভেদের ছোঁয়া দেখতে পেলেন নেটাগরিকরা। কখনও আজব কায়দার পোশাক তৈরি কিংবা কখনও শরীর দেখানো পোশাক পরে সংবাদের শিরোনামে থাকেন উরফি।

রশ্মিকার এই সাজ দেখে সমাজমাধ্যমে ওঠে কটাক্ষের ঝড়। এক জন লিখেছেন, ‘‘রশ্মিকাও এখন উরফিকে ফলো করছেন, ভাবতেই পারছি না!’’ আর এক জন লিখেছেন, ‘‘বলিপাড়ায় এসেই শরীর দেখানো শুরু বয়ে গেল? আগেই তো ভাল ছিলেন, সাবেকি পোশাকে দারুণ মানায় আপনাকে, এমন পোশাকে খুব জঘন্য দেখাচ্ছে।’’

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »