আরও
    মূলপাতানির্বাচন-২০২৪স্বতন্ত্র প্রার্থীদের কেন ভয় পাচ্ছে জাতীয় পার্টি এবং ১৪ দল

    স্বতন্ত্র প্রার্থীদের কেন ভয় পাচ্ছে জাতীয় পার্টি এবং ১৪ দল

    এ নিয়ে জাতীয় পার্টির অসন্তোষের সীমা নেই। জাতীয় পার্টির পক্ষ থেকে আসন সংখ্যা কমানোর ব্যাপারে আপত্তি নেই। কিন্তু আপত্তি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে।

    এবার নির্বাচনে সবচেয়ে বড় আতঙ্কের নাম স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে আসন ভাগাভাগির সমঝোতার বৈঠক চলছে, সেই সমঝোতার বৈঠকে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন তারা এবার তেমন বাধা পাচ্ছেন না দলের পক্ষ থেকে। এ নিয়ে জাতীয় পার্টির অসন্তোষের সীমা নেই। জাতীয় পার্টির পক্ষ থেকে আসন সংখ্যা কমানোর ব্যাপারে আপত্তি নেই। কিন্তু আপত্তি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই।

    স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে যে জাতীয় পার্টিরই শুধু আতঙ্ক তা নয়, ১৪ দলের শরিক যারা মনোনয়ন পাচ্ছেন তাদেরও বড় ধরনের উদ্বেগ রয়েছে। ১৪ দলের কোন শরিকই তাদের নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীদেরকে চাচ্ছেন না। একমাত্র ওয়ার্কার্স পার্টি ফজলে হোসেন বাদশা ছাড়া অন্য কোন প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

    প্রশ্ন উঠেছে জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকরা কেন স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে এত নেতিবাচক? কেন তারা স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মাঠে চাচ্ছেন না? এর উত্তরে বিভিন্ন নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, স্বতন্ত্র প্রার্থীদের ভীতির একাধিক কারণ রয়েছে। যেখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে সেখানে যদি নৌকা প্রতীকের প্রার্থী বসে যান, তাহলে আওয়ামী লীগের যিনি স্বতন্ত্র প্রার্থী তার পক্ষে নৌকার নেতাকর্মীরা কাজ করবেন। এ ধরনের একটি শঙ্কা রয়েছে জাতীয় পার্টির। একইভাবে ১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও সেখানে তারা আওয়ামী লীগের কর্মীদের নির্বাচনের মাঠে পাবেন না। বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন বলে অনেকে মনে করছেন। এরকম একটি বাস্তবতায় আওয়ামী লীগ করা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তারা আওয়ামী লীগের ভোটের একটি বড় অংশ কেটে নিতে পারে।

    জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকদের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল। কাগজে কলমে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল হলেও সারা দেশে তাদের সাংগঠনিক ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি অনেক দুর্বল এবং গত ১৫ বছরে ক্ষমতার চার পাশে থাকার কারণে জনগণের মধ্যেও তাদের ব্যাপারে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তারা আওয়ামী লীগের বি টিম হিসেবে বিবেচিত হচ্ছে বা একান্ত অনুগত বিরোধী দল হিসেবে তারা বিবেচিত হচ্ছে। যার জন্য আওয়ামী বিরোধী ভোটগুলো তারা পাবেন না, তাদের নির্ভর করতে হয় আওয়ামী লীগের ভোটে সমর্থন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা যদি আওয়ামী লীগের ভোটগুলো মোটা অঙ্ক নিয়ে যান তাহলে ১৪ দল এবং জাতীয় পার্টির প্রার্থীদের জন্য একটি বড় ধরনের বিপদ তৈরি হতে পারে।

    বিভিন্ন নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করে দেখা গেছে, উপনির্বাচনগুলোতে জাতীয় পার্টি আলাদাভাবে যেখানে যেখানে নির্বাচন করেছে একমাত্র রংপুর সিটি কর্পোরেশন ছাড়া আর কোথাও তারা ভাল করতে পারেনি। এমনকি সম্মানজনক ভোটও পায়নি অনেক এলাকায়। তাদের তুলনায় হাতপাখা (ইসলামী আন্দোলন) অনেক স্থানে ভালো ফলাফল করেছে। এ কারণেই জাতীয় পার্টি স্বতন্ত্র বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে। একই কারণে ১৪ দলের শরিকরাও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি চান না।

    বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে, জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকরা আশঙ্কা করছেন শেষ পর্যন্ত যদি স্বতন্ত্ররা নির্বাচনে থাকেন এবং নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে তাদের একটা বড় বড় ধরনের ভরাডুবি ঘটার সম্ভাবনা আছে। এরকম ঝুঁকি তারা নিতে চান না।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সম্পর্কিত আরও পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    সর্বশেষ খবর

    জাতীয় সংসদ নির্বাচন

    নড়াইলে বিজয়ী ও পরাজিত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ; পূনরায় ভোট গ্রহনের দাবি

    নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ও বিজয়ী প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। পরাজিত প্রার্থী তোফায়েল মাহমুদের অভিযোগ তাকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তিনি...

    সারাদেশ

    গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বঙ্গন্ধুর সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের...

    রাজনীতি

    বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার; এই গৌরব সমগ্র বাঙালি জাতির- বাংলাদেশ রাষ্ট্রের

    বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিগ্যাসি আজ পুরো পৃথিবীকে অবাক করেছে। তাঁর তৃতীয় প্রজন্ম টিউলিপ সিদ্দিক সারা বিশ্বের...
    - Advertisment -




    Recent Comments