21.6 C
Gopālganj
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান-সেলিমুজ্জামান সেলিম

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন যাতে সঠিক সময়ে না হয় তার জন্য ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সংঘবদ্ধ না থাকেন, এই ষড়যন্ত্রকারীদের যদি প্রতিহত না করেন তাহলে কিন্তু তারা সফল হবেন। যারা গত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত যাতে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন না হতে পারে।

আজ সোমবার বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি এখান থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। সেই নির্বাচন করতে এসে আমি দেখেছি আমাদের এখানে তথা গোপালগঞ্জে কোন নির্বাচন হয় না।বিশেষ করে জাতীয় নির্বাচন যাকে গ্রামের মানুষ বলে রাজার নির্বাচন বলে, সে নির্বাচনটি কিন্তু সঠিকভাবে হয় না।সেই নির্বাচনে আমরা পছন্দের মানুষকে ভোট দিতে পারি না। সেই নির্বাচন একতরফা নির্বাচন হয়।কারণ সেই নির্বাচনে একটি বিশেষ দলের বাইরে যারা প্রার্থী থাকেন, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়। তারা ৯ টা ১০টার মধ্যে প্রকাশ্যে নির্বাচন ডিক্লিয়ার দিয়ে দেয়।এই মুকসুদপুরে ১৩০ ভাগ ভোট কাস্ট হয়েছে, ১০৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। তারা মৃত মানুষেরও ভোট দিয়েছেন।

তিনি আরো বলেন, এ জন্য আমি বলবো ২০১৪ সালে কোন ভোট হয়নি।দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে আপনারা দেখেছেন একটি সাজানো বানানো নির্বাচন হয়েছে।এই নির্বাচনে সকল প্রার্থীই ছিলো একটি বিশেষ দলের। এজন্য বিগত দিনে যে নির্বাচন গুলো হয়েছে, সেটি নির্বাচনের নামে প্রহসন ছিলো। আগামী নির্বাচনে আর কারচুপির সুযোগ থাকবে না, যার ভোট তাকেই দিতে হবে।তাই সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে দেওয়ার আহবান জানান সেলিমুজ্জামান সেলিম।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »