কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আপন বোনকে জবাই করে হত্যাকারী বড় ভাই শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা দিয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) বিকেলে হত্যাকারী বড় ভাই সিফাতউল্লাহ গোপালগঞ্জ সদর থানায় এসে পুলিশের কাছে ধরা দেয় এবং তার বোনকে নিজে হত্যা করেছে বলে পুলিশকে জানায়।বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।তিনি বলেন, সিফাতউল্লাহকে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে তার বোনকে পারিবারিক কলহের জের ধরে জবাই করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে ওসি জানান।
উল্লেখ্য,কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামের বাসিন্দা নুরুন্নাহার ও তার স্বামী জাকির হোসেনের মধ্যে নিত্যদিনের ঝগড়া ছেলে-মেযেদেরকে বিব্রত করতো।বাবা-মায়ের দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে ভাই-বোনের মধ্যেও তার প্রতিক্রিয়া শুরু হয়।এক পর্যায়ে ভাই-বোনের মধ্যেও ঝগড়া প্রকট হয় আজ মঙ্গলবার।হত্যাকারী সিফাতউল্লাহ বাবার পক্ষে আর নিহত ছোট বোন হালিমা মায়ের পক্ষে বিবাদে জড়িয়ে পড়ে। আর তারই জেরে আপন ছোট বোন হালিমা খাতুন(১২)কে দুপুর বেলায় জবাই করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় সিফাতউল্লাহ।