গোপালগঞ্জে এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ন ৬৪৪ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমিন প্রমূখ। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, জেলার জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।