স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে সয়াবিন তেলের মোড়কে মূল্য মুছে বেশী দামে বিক্রি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, মেসার্স হৃদয় স্টোরকে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি ও সয়াবিন তেলের মোড়কে মূল্য মুছে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু ও টুংগীপাড়া থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।