- Advertisement -
শুভ জন্মদিন পিতা
মুনিয়া ইসলাম
বাঙালি জাতির নয়ন মনি বঙ্গবন্ধু শেখ মুজিব
বাংলাদেশ ইতিহাসে তুমি যে চিরঞ্জীব
খোদার অশেষ রহমতে এ দেশে জন্মে ছিলে তুমি
বুকের রক্তে রক্ষা করেছো প্রাণের জন্মভূমি
কোন চোখে তুমি দেখেছিলে বাঙালি জাতির দুঃখ
দেশ বাসীকে রক্ষা করতে পেতে ছিলে নিজ বক্ষ
বিনা দোষে সুদীর্ঘ সময় করেছিলে কারাবাস
তবু এ দেশকে মুক্ত করে গড়ে ছিলে ইতিহাস
তোমার জন্য বাঙালি জাতির জীবন হয়েছে ধন্য
লক্ষ-কোটি সালাম রইল পিতা তোমার জন্য
জীবন দিলেও শোধ হবে না পিতা তোমার ঋণ
প্রাণ ভরে তাই জানাচ্ছি আজ শুভ জন্মদিন।