21.7 C
Gopālganj
রবিবার, নভেম্বর ২, ২০২৫

অফ সিজন মৌমাছি পালন করতে হিমসিম খাচ্ছে মৌ চাষিরা

বাক্স পদ্ধতিতে মৌ চাষে প্রতি মৌশুমে একটি বাক্স থেকে দুই থেকে আড়াই মন মধু উৎপাদন করা যায়। প্রতি বছর এ জনপদ থেকে উৎপাদন হয় অন্তত সাত শত মে: ট: মধু। যার আনুমানিক বাজার মূল্য অন্তত পঁয়ত্রিশ কোটি টাকা।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

দেশের মধ্যে বানিজ্যিকভাবে যে কয়েকটি জেলায় মধু চাষ হয় তার মধ্যে নড়াইল জেলা অন্যতম। প্রতি মৌশুমে খামারিরা সাত মাস মধু সংগ্রহ করলেও বাকি পাঁচ মাস মৌমাছি লালন-পালন করতে হয় খামারিদের। আর এই সময় মৌমাছিদের খাবার হিসাবে নিয়মিত চিনির পানি খাওয়াতে হয়।

বাজারে চিনির দাম বেশি থাকার কারনে অফ সিজনে মৌমাছি পালন করতে হিমসিম খাচ্ছে মৌ চাষিরা। মৌমাছির খাবারের খরচ যোগাতে না পেরে অনেকেই এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছে। প্রতি মৌশুমে নড়াইল থেকে অন্তত ৭শ মে: ট:মধু উৎপাদন হলেও এভাবে চলতে থাকলে আগামী মৌশুমে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ঠরা।

নব্বই দশকে নড়াইলের খামারিরা বানিজ্যিকভাবে শুরু করেন মৌ চাষ। তখন অল্প খরচে এ চাষ করতে পারায় এবং লাভজনক হওয়ায় মৌ চাষে আগ্রহী হয়ে ওঠে এ জনপদের কৃষকেরা। বর্তমানে দেশের মৌচাষ প্রবণ জেলাগুলোর মধ্যে নড়াইলের অবস্থান দ্বিতীয়। অল্প বিনিয়োগে ভাল লাভ, বর্ষাকালীন খামার পরিচর্যার জন্য উপযুক্ত পরিবেশসহ চাষের অনুকুল নানা অবস্থার কারণে নড়াইলে মৌচাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

জেলায় ছোট বড় মিলিয়ে বর্তমানে মৌ খামারীর সংখ্যা দুই শতাধিক। আর এ চাষের সাথে জড়িত রয়েছে অন্তত দুই হাজার মানুষ। বিগত বছর গুলোতে মৌ চাষিদের সংখ্যা প্রতি বছর বাড়লেও মধুর নায্য মূল্য না পাওয়া, চিনির দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারনে গেল কয়েক বছর হল নতুন করে এচাষে আগ্রহী হচ্ছেনা কেউ।

পুরনো যে সকল খামারি আছে তারাও হিসসিম খাচ্ছে নিজ নিজ খামার টিকিয়ে রাখতে। চিনির দাম কমানো, সহজ শর্তে মৌ চাষিদের মাঝে ঋণ বিতরনসহ সরকারের কাছে বিভিন্ন সহযোগিতা চেয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার মানববন্ধন করেছেন জেলার মৌ চাষিরা।

প্রতিবছর বিভিন্ন বিলে যখন সরিষা ফুলসহ বিভিন্ন প্রকার ফুলে ফুলে ভরে যায় তখন নড়াইলের দুই শতাধিক মৌ চাষি মৌ বাক্স নিয়ে বিভিন্ন বিলে মধু সংগ্রহ করতে শুরু করেন। বছরের প্রায় সাত মাস দিগন্ত জোড়া ক্ষেতের বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করেন তারা।

প্রতি বছর জেলায় মৌ খামারিরা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি মধু উৎপাদন করেন। এ জেলা থেকে অন্তত সাত শত মে: ট: মধু উৎপাদন হয়। বিসিক সব সময় মৌ চাষিদের পাশে থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা করেন। তাদেরকে আধুনিক ট্রেনিংসহ ক্ষুদ্র লোন দেয়ার বিষয়টি চলমান রয়েছে।

বাক্স পদ্ধতিতে মৌ চাষে প্রতি মৌশুমে একটি বাক্স থেকে দুই থেকে আড়াই মন মধু উৎপাদন করা যায়। প্রতি বছর এ জনপদ থেকে উৎপাদন হয় অন্তত সাত শত মে: ট: মধু। যার আনুমানিক বাজার মূল্য অন্তত পঁয়ত্রিশ কোটি টাকা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »