21.1 C
Gopālganj
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ইতালি প্রবাসী নিলয়

নিলয়-সাবিনা দম্পতি পেরেছেন। শুধু বিয়ের আয়োজন দিয়েই আলোচনার জন্ম দিয়েছেন তারা। নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে গিয়ে ইতালি প্রবাসী নিলয় নতুন বউকে ঘরে নিলেন হেলিকপ্টারে চড়িয়ে।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা তো অনেকেরই থাকে। কিন্তু কতজনই বা করতে পারে। শরীয়তপুরের নিলয়-সাবিনা দম্পতি পেরেছেন। শুধু বিয়ের আয়োজন দিয়েই আলোচনার জন্ম দিয়েছেন তারা। নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে গিয়ে ইতালি প্রবাসী নিলয় নতুন বউকে ঘরে নিলেন হেলিকপ্টারে চড়িয়ে।

বর নিলয় হাসানের (৩১) বাড়ি নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে। মৃত আবুল কাশেম ছৈয়াল ও মৃত আয়েশা বেগম দম্পতির ছেলে তিনি। আর কনে সাবিনা আক্তার (২২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চড়াইল্লাপুর এলাকার সাদেক হাওলাদারের মেয়ে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা হাজিক্যাম্প সংলগ্ন হলিডে এক্সপ্রেস হোটেলে বিয়ে হয় তাদের। বিয়েতে দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ইতালি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিলয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নবদম্পতিকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করে। বিকেল সাড়ে ৩টার দিকে সাবরিনাকে নিয়ে হেলিকপ্টার থেকে নামেন সদ্য ইতালিফেরত যুবক নিলয় হাসান। এ সময় পরিবার ও আত্মীয়স্বজন বর-বউকে ফুল দিয়ে বরণ করেন।

শিশির হাওলাদারসহ এলাকাবাসীর অনেকেই বলেন, জেলায় প্রথম হেলিকপ্টারে বর ও নববধূ এসেছে। এ কথা শুনে দেখতে এসেছি। বর ও কনের জন্য শুভ কামনা রইল।

নিলয়ের বোন সুরমা বেগম বলেন, আমরা ১০ ভাইবোন। এরমধ্যে নিলয় সবার ছোট। চৌদ্দ বছর আগে আমার বাবা ও তের বছর আগে আমার মা মারা যায়। ছোট ভাই নিলয় আমাদের খুব আদরের। নিলয়ের শখ ছিল বিয়ে করে হেলিকপ্টারে চড়ে গ্রামে বউ নিয়ে আসবে। আমার ভাইয়ের সেই শখ পূরণ হয়েছে। আমরা খুবই খুশি। বউ সাবিনা ও নিলয়ের জন্য সবাই দোয়া করবেন।

ঘড়িসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, কথায় বলে শখের দাম লাখ টাকা। নিলয়ের ক্ষেত্রেও তেমন হয়েছে। ইতালি প্রবাসী এই যুবক নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে দুই ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া করেন শুনেছি। তাতে চড়ে নববধূকে নিয়ে আমাদের এলাকায় উড়ে এলেন এই যুবক। এতে ভীষণ খুশি সবাই। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, তাই দোয়া রইল।

বর নিলয় হাসান বলেন, আমি ১৮ বছর ধরে ইতালি থাকি। আমার অনেক দিনের শখ বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে গ্রামের বাড়িতে আসব। হেলিকপ্টারে ১ লাখ ১৫ হাজার টাকা খরচ করে আমার শখ পূরণ করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

নববধূ সাবিনা আক্তার বলেন, আমি কখনো ভাবিনি হেলিকপ্টারে শশুরবাড়ি আসব। হেলিকপ্টারে চড়ে আমার খুবই ভালো লাগছে। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এটাই আমার চাওয়া।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »