শেখ নয়ন :
নড়াইল জেলার লোহাগাড়া থানায় এক মর্মান্তিক এক নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ইউনুস মোল্যা নামের এক ব্যক্তি থানায় হাজির হয়ে অভিযোগ করেন যে, তার প্রতিবন্ধী মেয়ে ফজিলা সম্প্রতি বিবাদী ইদ্রিস আলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।
প্রতিবন্ধী ফজিলা পূর্বের সম্পর্ক থেকে এক পুত্র সন্তানের মা। প্রায় তিন মাস আগে লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের ইদ্রিস আলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিযোগকারীর দাবি,বিবাহের সময় সিদ্ধান্ত হয়েছিল যে ফজিলার সন্তান তাদের সাথেই থাকবে। কিন্তু বিবাদীগণ ফজিলার সন্তানের প্রতি অসন্তুষ্টি দেখাতে শুরু করেন এবং বিভিন্ন সময়ে ফজিলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।
অভিযোগের কেন্দ্রীয় বিষয় হল, ফজিলার সন্তানকে বিক্রি করার প্রচেষ্টা। অভিযোগকারী জানান যে, ইদ্রিস আলি, পরিবারের কাউকে না জানিয়ে, অজ্ঞাত এক ব্যক্তির কাছে ফজিলার সন্তানকে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি জানার পর, ইউনুস মোল্যা মোবাইল ফোনের মাধ্যমে ইদ্রিস আলির সাথে যোগাযোগ করলে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করা হয়।
গত ২ নভেম্বর ২০২৪ তারিখে, ইউনুস মোল্যা তার নাতির বিষয়ে জানার জন্য বিবাদীদের বাড়িতে যান। তখন বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে এবং মারধরের চেষ্টা করে। তার স্ত্রী বাধা দিতে গেলে, বিবাদীগণ তাকে মারাত্মকভাবে আহত করেন। পরবর্তীতে, স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তারা উদ্ধারের পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালেও, কোনো প্রতিকার পাননি।
এ বিষয়ে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ফিরোজা বেগম, মুঞ্জু বেগম, এবং সামিরুন বেগম সহ আরো অনেকেই ঘটনাটি জানেন।
অভিযোগকারী ইউনুস মোল্যা বলেন, এই বিষয়টি আইনগত সহায়তা ছাড়া সমাধান সম্ভব নয়, এবং তিনি প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করছেন।
অভিযোগকারী ইউনুস মোল্যা বলেন, “আমি সমাজের একজন অসহায় মানুষ। আইন ছাড়া আর কোনো বিকল্প নাই।” তিনি দ্রæত এবং ন্যায্য বিচার দাবি করেছেন যাতে তার মেয়ে ফজিলা ও তার পরিবারের উপর অন্যায় নির্যাতনের ইতি ঘটে।
ফজিলা একজন প্রতিবন্ধী এবং তার পুত্র সন্তানের ওপর ক্রমাগত নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনায় দ্রæত প্রশাসনিক পদক্ষেপ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।