মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Bookmark
0
মূলপাতাঅর্থনীতি২৮ জুলাই টুঙ্গিপাড়া টিটিসি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৮ জুলাই টুঙ্গিপাড়া টিটিসি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Remittances play a major role in development progress

বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রেমিটেন্সের একটি বড় ভূমিকা রয়েছে। যে বা‌ড়ি ছেলে বিদেশে থাকে সে বা‌ড়িটা আর্থিকভাবে উপরে উঠে যায়। যে দেশের মানুষ বেশি বিদেশ থেকে আয় করে তাদের অর্থনীতি তত উপরে উঠে যায়। আজকে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যাতে বা‌ড়ে তার জন্য মূল কাজ হচ্ছে দক্ষ হয়ে বিদেশ যাওয়া। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান বা‌ড়ে । নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও প্রশিক্ষণ খুব দরকার।

তিনি জানান, আগামী ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২৪টি টিটিসি উদ্বোধন করবেন তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টুঙ্গিপাড়া একটি অন্যন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে ঘিরে এখানকার বেকার যুবকরা চাকরীর সন্ধান পারে। বিদেশের শ্রম বাজারের সন্ধান পাবে। উন্নত প্রযুক্তি শিখে ছাড়া বিশ্বে ছ‌ড়ি‌য়ে  পড়বে।

immage 1000 02 27

তিনি আরো বলেন, আগে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক সময় তথ্য বিভ্রাট ঘটতো। এ সুযোগে মধ্যসত্ত্বভোগি বা দালালরা নানা কথা বলে মানুষের সাথে প্রতারণা করতো ও টাকা হাতিয়ে নিতো। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলো বা‌ড়ির কাছে হওয়ায় দেশের যুবক এখানে আসতে পারবে, তথ্য নিতে পারবে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিজেদের উপযুক্ত করবে।

উদ্বোধনের প্রস্তুতি দেখার জন্য মহাপরিচালক ২৩ জুলাই কেন্দ্রটির সর্বশেষ অগ্রগতি পর্যবেক্ষন করেন।

immage 1000 03 10

গোপালগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান জানিয়েছেন, ১.৬১ একর জায়গার উপর বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টুঙ্গিপাড়াটি নির্মিত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের ২২ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার টাকার প্রাক্কলন ধরা হয়েছিলো। গণপূর্ত অধিদপ্তর ২০ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকায় প্রকল্পটি বাস্তবায়ণ করেছে। এতে সরকারের ২ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

এ সময় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ সাইফুল হক চৌধুরী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী দীপক কুমার শীল, বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ পারভীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ একেএম সাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

immage 1000 04 2

এরআগে, শনিবার (২৩ জুলাই )সন্ধ্যা পৌনে ৬ টায় বিএমইটির মহাপরিচালক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ক‌রেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কুয়াকাটা পৌছালো তিন রোভার স্কাউট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পটুয়াখালীর কুয়াকাটা পৌছালো রোভার স্কাউটের ৩ সদস্য। গত সোমবার দিবাগত...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments