প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দুর্ভাগ্য ’৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধিনতা পেলাম। স্বাধিনতার পর যে কাজ গুলো হয়েছে তাও নতুন প্রজন্মকে জানতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের মাঝ থেকেই বের হয়ে আসবে আমার মত প্রধানমন্ত্রী, মন্ত্রী, তোমরা বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আর আমরা একসময় চাঁদেও যাব, কোন চিন্তা নেই। কাজেই সবাইকে এখন থেকে সেভাবে প্রস্ততি নিতে হবে, পড়াশোনা করতে হবে।’

শিশুরা যাতে ভবিষ্যতে চাঁদে যেতে পারে সেজন্য জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা একদিন চাঁদে যাব। কাজেই এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।’
শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সব শিশুদের সেভাবেই প্রস্তুত করতে হবে। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গকন্ধুর লক্ষ্য। আর সেই লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকার প্রধান।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত `বঙ্গবন্ধু কর্নার‘-এর উদ্বোধন করেন এবং `এসো বঙ্গবন্ধুকে জানি‘ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।

পরে দুপুরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং উদ্বোধন শেষে মার্কেটটি ঘুরে দেখেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহাপাঠ এবং মোনাজাতে অংশ নেন।পরে দুপুর দেড়টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এর আগে দুই দিনের সফরে গতকাল শুক্রবার রাত ৮টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছান প্রধানমন্ত্রী।এদিন টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।