এক অন্য রকম ঈদ উৎসব পালন হয়ে গেলো গোপালগঞ্জে।সোমবার ঈদের দিন রাতে টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেচে-গেয়ে পুর্নবাসন কেন্দ্রের শিক্ষার্থীদের এই ঈদ উৎসব পালন করা হয়।আর এই উৎসবে গোপালগঞ্জের ডিসি, এসপি-র সক্রীয় অংশ গ্রহনে আরো প্রানবন্ত হয়ে ওঠে এই অনুষ্ঠান।
শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রের শিক্ষার্থীদের অনুরোধে যখন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম স্টেজে উঠে গাইলেন,“ আজ রংয়ে রংয়ে রঙ্গিন হবো, রংয়ের ছোয়ায় ভেসে যাবো, রং-এর দুনিয়ায়।” পুর্নবাসন কেন্দ্রের শিক্ষার্থীদের করতালীর মধ্যে গান শেষ করেন তিনি। নিজে ওই কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে আনন্দের ভাগিদার যেমন হয়েছেন তেমনি দুই শতাধিক দুঃস্থ শিক্ষার্থীদেরকে আনন্দ দিয়েছেন। যারা কেন্দ্র ছেড়ে বাড়িতে যায়নি ঈদের দিনেও।
এদিন ওই কেন্দ্রের শিক্ষার্থীরাও আলাদা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে সকলের প্রশংসা কুড়িয়েছে।আনন্দ আর নেচে-গেয়ে হুই হুল্লোড় করে দিনটি উপভোগ করেছে গভীর রাত পর্যন্ত।এখানকার বেশ কয়েকজন দুঃস্থ শিশুদের সাথে তখা হলে তারা দিনটি খুবই হাসি-খুশি আর আনন্দের সাথে কাটিয়েছে বলে জানায়।
অনুষ্ঠানে পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হক সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রের সহকারী পরিচালক শীলা সাহা সহ অন্যান্য অতিথিরাও দিনটিকে তাদের জন্য একটি স্মরনীয় দিন হিসাবে উল্লেখ করে বলেন, এই সময়টা তারা খুবই আনন্দের মধ্যে কাটাতে পেরেছ্নে।থুবই উভোগ করেছেন ঈদ উৎসবটি। জেলা প্রশাসক ওই কেন্দ্রের ২২০জন শিক্ষর্থীকে একশ’ টাকা করে ঈদ সালামীও প্রদান করেন এদিন।
পরে এক নৈশভোজের আয়োজন করা হয়। প্রায় তিনশ’ জনের জন্য আয়োজন করা এই নৈশ ভোজে জেলা প্রশাসক সহ অতিথিরা অংশ নেন। খাওয়ানো হয় পোলাও,রোষ্ট,গরুর মাংস. ডিম,সফট ড্রিংস,দই ও মিষ্টি।