গোপালগঞ্জের কাশিয়া্নীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর)কাশিয়ানীর তিলছড়া পূর্বপাড়া মিয়াবাড়িতে “স্বপ্ন ফেরিয়ালা” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা প্রায় ২হাজার রোগীর চিকিতসা সেবা প্রদান করেন এবং এসব রোগীদেরকে বিনামূল্যে ওষুধও বিতরন করা হয়।