গোপালগঞ্জের শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
‘বাঁচিয়ে রাখি মানবতা’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটৈর পক্ষ থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিট চেয়ারম্যান ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মো. আতিয়ার রহমান, সম্পাদক সিকদার নুর মোহাম্মদ দুলু, সদস্য লতিফা জামাল চৌধুরী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।