“তারুন্যের উৎসব” উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় চ্যাম্পিয়ানশীপ-২০২৫ ফুটবল খেলায় গোপালগঞ্জ জেলা দল ১-১ গোলে খুলনা দলের সাথে ড্র করেছে।
উত্তেজনাপূর্ন খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের সময় গোপালগঞ্জ দলের ১৮ নম্বর খেলোয়ার সাইদুল খুলনার জালে বল জড়িয়ে নিজের দলকে এক গোলে এগিয়ে নেয়।পরে খুলনা দলের ২৭ নম্ব খেলোয়ার ইউসুফ নিজের দলের পক্ষে গোল করে খেলার সমতা আনেন।
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনডিসি অনিরুদ্ধ দেব রায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, জেলা ক্রিড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এই ফুটবল খেলা দেখতে অসংখ্য দর্শক মাঠে উপস্থিত হয়।