গোপালগঞ্জের ৫ উপজেলায় ৩য় ও ৪র্থ পর্যায়ের ৫৩১ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার(২২ মার্চ)ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের ৫ উপজেলার ভূমিহীন এসব পরিবারকে উপহারের ঘর দিয়েছেন।

দুই কক্ষ বিশিষ্ট এ ঘরে রয়েছে একটি বারান্দা, রান্না ঘর আর বাথরুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে বদলে গেছে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবনমান। শুধু মাথা গোজার ঠাঁই নয় বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ করে রোজগার হচ্ছে অর্থ। এতে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন তারা।
জমি ও ঘর হস্তান্তর কারার মধ্যে দিয়ে জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষনা করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলাকেও অল্প সময়ের মধ্যে ভূমিহীন ঘোষনার জন্য নির্মানাধীন ঘরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন।