গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ২০২৩ সালের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ৫ জন সফল নারী জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আজ শনিবার (০৯ডিষেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অতিরিক্তি জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আালী খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন-লিপি খানম, শিরীনা বেগম, নার্গিস রহমান, সফিদা আক্তার ও রিতা বৈদ্য।