গোপালগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্প্রতি গোপালগঞ্জ বড় বাজারে বেশ কয়েক বার চুরি হয়েছে। এ চুরির ঘটনার গত ৪ঠা জানুয়ারি স্থানীয় একটি পত্রিকায় ঘটনার বর্ণনা দিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ বড় বাজার ব্যবসায়ি সমিতি। বড় বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ এবাদত হোসেন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ৪ঠা জানুয়ারি তারিখে দৈনিক যুগের সাথী পত্রিকার প্রথম পাতায় গোপালগঞ্জ বড় বাজারে রহস্যজনক চুরি, ব্যবসায়িরা আতংকিত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য মুলকভাবে সংবাদটি প্রকাশ করা হয়। গোপালগঞ্জ বড় বাজার ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে এর তিব্র নিন্দা জানাই। সংবাদে ব্যবসায়িদের নাস উল্লেখ করে যে সংবাদ ছাপানো হযেছে তা সম্পূর্ণ মিথ্যা। সংবাদে যাদের নাম উল্লেক করা হয়েছে, তাদের কেউ এ বিষয়ে অবগত নহে। বড় বাজারে এ চুরি রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে বাজার কমিটির বিভিন্ন সদস্য ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।