গোপালগঞ্জে তিনদিন ব্যাপী যাত্রী ও পন্য পরিবহন সেবামেলা শুরু হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরতলীর কুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও বিআরটিএ- এর যৌথ উদ্দোগে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেবা মেলায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ, এনআরবিসি ব্যাংক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল, ডাচবাংলা ব্যাংক ও আয়কর বিভাগের স্টলসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা।
এরপরে যাত্রী ও পন্য পরিবহন সেবামেলায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, বিআরটিএ-এর সহকারী পরিচালক আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিন, ডাচবাংলা ব্যাংকের মনিরুল ইসলাম, আয়কর বিভাগের জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার স ম আরিফুল হক, বাস-মালিক সমিতির নেতা মোঃ বিলাশ শেখ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি বুলবুল ইসলাম, ট্রাক শ্রমিক সভাপতি মিটু কাজী প্রমূখ।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, যাত্রী ও পন্য পরিবহন সেবামেলা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় বাস-ট্রাক পরিবহন শ্রমিকরা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল স্টল থেকে বিনামুল্যে তাদের চক্ষৃ পরিক্ষা করে চশমা নিতে পারবে, বিআরটিএ স্টল থেকে গাড়ীর যাবতীয় কাগজ, ফিটনেস. রেজিষ্ট্রেশসন, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা পাবে, এআরবিসি ব্যাংকের স্টল থেকে গাড়ীর ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় ফি জমাদান বিষয়ে সেবা পাবে, ডাচবাংলা ব্যাংকের স্বটল থেকে এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতুসহ বড় বড় সেতুতে যানবাহন চলাচলে ফাস্টট্রাক লেন ব্যবহারের জন্য ডিজিটাল সেবা পাবে এবং আয়কর বিভাগের স্টল থেকে যানবাহনের যাবতীয় আয়কর জমাদান সংক্রান্ত সেবা নিতে পারবে।
জেলা প্রশাসক আরো বলেন, প্রতিমাসে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তিনদিন ব্যাপী যাত্রী ও পন্য পরিবহন সেবামেলা অনুষ্ঠিত হবে। উপরে আল্লাহ আর নীচে যাদের হাতে যাত্রীদের জানমালের নিরাপত্তা তাদেরকে এই মেলার মাধ্যমে সঠিকভাবে সেবা দিতে পারলে সড়ক দূর্ঘটনা অনেক কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।