গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।

এর আগে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন স্তরের মানুষের অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন।