গোপালগঞ্জে মুকসুদপুরে ডাব চোরের আঘাতে প্রান গেল মালিকের।নিজ গাছের ডাব চুরি করতে দেখে চোরদের বাধা দিলে তাদের মারধরের শিকার হয়ে গাছের মালিক মোয়াজ্জেম শিকদার(৬০)মারা যায়।
গতকাল সোমবার রাতে মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ওই দুই ডব চোরকে আটক করে পুলিশে দিয়েছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মোঃ মুন্না ফকির ও মোঃ হাসিব ফকির নামে দুই যুবক রাত সাড়ে ৮টার দিকে গাছের ডাব চুরি করতে যায়।এটা দেখে ফেলে গাছের মালিক।তিনি ধরে ফেলেন ডাব চোরদের। চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে গিয়ে মোয়াজ্জেম শিকদারকে কিল ঘুষি মারে এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি মাটিতে পড়ে গুরুত্বর আহত হন।পরে বাড়ীর লোকজন তাহাকে দ্রুত ফরিদপুরের ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম শিকদারকে মৃত ঘোষনা ঘোষনা করেন। ওই দুই ডাব চোর মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ হেফজতে আছে। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
