গোপালগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের মাতা ও টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের ব্যবসায়ী সন্তোষ কুমার বিশ্বাসের স্ত্রী মতুয়া মঞ্জু রানী বিশ্বাস(৫৮)ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল)বিকেল সোয়া ৪টায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক জনিত রোগে মৃত্যু বরন করেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোক জনিত রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি নাতনী, অসংখ্য হরিভক্ত সহ গুনগ্রাহী রেখে গেছেন।পরে এদিন সন্ধ্যায় বাবুপাড়া গ্রামের পারিবারিক শ্মশানে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
